বাংলাদেশের বাজারে লঞ্চ হল 50MP ক্যামেরা সহ Tecno Camon 40 এবং 40 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

বাংলাদেশের বাজারে লঞ্চ হল 50MP ক্যামেরা সহ Tecno Camon 40 এবং 40 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
Highlight Features of Tecno Camon 40
টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের Camon সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Tecno Camon 40 এবং Camon 40 Pro, লঞ্চ করেছে। ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই দুটি ফোন প্রি-অর্ডার করার সুযোগ থাকছে । প্রি-অর্ডারের সঙ্গে থাকছে বিশেষ উপহার: Camon 40 কিনলে পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক, আর Camon 40 Pro কিনলে পাবেন Tecno Watch 3। এই দুটি ফোনে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে। এখন চলুন জেনে নেওয়া যাক, Tecno Camon 40 এবং Camon 40 Pro এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
বাংলাদেশে Tecno Camon 40 এবং Camon 40 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
মডেল | ভ্যারিয়েন্ট | লঞ্চ প্রাইস |
Tecno Camon 40 | 8GB RAM + 256GB Storage | ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) |
Tecno Camon 40 Pro | 8GB RAM + 256GB Storage | ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) |
Tecno Camon 40 এবং 40 Pro এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২০,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। বাংলাদেশের বাজারে টেকনো এই দুটি মডেলের মাত্র একটি ফোন ভেরিয়েন্ট বাজারে নিয়ে এসেছে । টেকনো ফোনদুটি তাদের গ্রাহকদের জন্য alaxy Black, Emerald Lake Green এবং Glacier White কালার অপশনে বাজারে এনেছে । ফোনটি গুলো আপাতত প্রি-অর্ডারের মাদ্ধমে নেওয়া যাবে আর পরবর্তীতে অফিসিয়াল ব্র্যান্ড শপ, অনুমোদিত দোকান এবং অনলাইন শপ থেকে কেনা যাবে।
Tecno Camon 40 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।
- প্রসেসর: Mediatek Helio G100 Ultimate চিপসেট।
- ক্যামেরা: 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি লেন্স, 32MP ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারি: 5,200mAh ব্যাটারির, 45W ফাস্ট চার্জিং।
- স্টোরেজ: 8GB RAM ও 256GB স্টোরেজ অপশন।
Tecno Camon 40 ফোনে 6.78 ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে ।ফটোগ্রাফির জন্য, ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড এআই সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ফোনটিতে Mediatek Helio G100 Ultimate অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়াও 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 40 ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট সহ শক্তিশালী 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Tecno Camon 40 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।
- প্রসেসর: Mediatek Dimensity 8200 Ultimate চিপসেট।
- ক্যামেরা: 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি লেন্স, 50MP ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারি: 5,200mAh ব্যাটারির, 45W ফাস্ট চার্জিং।
- স্টোরেজ: 8GB RAM ও 256GB স্টোরেজ অপশন।
Tecno Camon 40এর মতোই Camon 40Pro ফোনেও রয়েছে 6.78-ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট । স্ক্রিনটি পাঞ্চ-হোল ডিজাইনযুক্ত, যা একদিকে স্টাইলিশ, অন্যদিকে ভিজ্যুয়াল অভিজ্ঞতাও উন্নত করে।ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি OIS সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং একটি এআই-ভিত্তিক তৃতীয় সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8200 Ultimate অক্টা-কোর প্রসেসর। এটি Android 15 ও HiOS 15 ইন্টারফেসে চালিত। স্টোরেজ অপশনের মধ্যে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,200mAh ব্যাটারি রয়েছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে, দীর্ঘক্ষণ ব্যবহার এবং দ্রুত চার্জ করার ক্ষেত্রে সাহায্য করে।
সোর্স লিংক: ক্লিক করুন

Related News
View More
মাত্র ১০,৯৯৯ টাকা দামে ২০ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Xiaomi Redmi A5 স্মার্টফোন, রয়েছে 5,200mAh ব্যাটারি ও 6.88-ইঞ্চির ডিসপ্লে।
সম্প্রতি ২০ মার্চ ঢাকায় একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে Redmi A5 এবং Redmi Note 14 Pro লঞ্চ করেছে যেখানে কোম্পানিটি স্মার্টফোনের বাইরে তাদের কিছু গ্যাজেট...

ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড
নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড

রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং
রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং