Realme C75x বাংলাদেশের বাজারে লঞ্চ হলো ১৭ এপ্রিল: থাকছে ৫৬০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি সহ আল্ট্রা ওয়াটারপ্রুফ ও ড্রপ-প্রুফ ফিচার

Realme C75x বাংলাদেশের বাজারে লঞ্চ হলো ১৭ এপ্রিল: থাকছে ৫৬০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি সহ আল্ট্রা ওয়াটারপ্রুফ ও ড্রপ-প্রুফ ফিচার
Highlight Features of Realme C75x
Realme তাদের জনপ্রিয় C-সিরিজে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন Realme C75x, যা ১৭ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশসহ বিশ্ববাজারে একযোগে লঞ্চ হয়েছে। কম বাজেটের এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম ও ১৬ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট, Android 15 সিস্টেম, এবং IP68 ও IP69 রেটিং—যা এটিকে জল ও ধুলো থেকে সুরক্ষা দেয়। চলুন জেনে নেওয়া যাক Realme C75x ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
বাংলাদেশে Realme C75x ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
Realme C75x | লঞ্চ প্রাইস |
6GB RAM + 128GB Storage | ১৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) |
🔍 Realme C75x এর মূল ফিচারসমূহ
- ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিটস ব্রাইটনেস।
- প্রসেসর: MediaTek Helio G81 Ultra চিপসেট, যা মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য উপযুক্ত।
- র্যাম ও স্টোরেজ:৬ জিবি র্যাম (১৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- ক্যামেরা: পেছনে ৫০ মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ব্যাটারি: ৫৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- অপারেটিং সিস্টেম: Android ১৫ ভিত্তিক Realme UI ৬.০।
- নিরাপত্তা ও প্রতিরোধ: IP66,IP68 ও IP69 রেটিংসহ মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা ১.৮ মিটার পর্যন্ত ড্রপ প্রতিরোধ করতে সক্ষম।
Realme C75x-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা f/1.8 অ্যাপারচার সহ এসেছে এবং ৮১৫০ x ৬১৫০ পিক্সেল রেজোলিউশনে ছবি তুলতে সক্ষম। সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা,এই স্মার্টফোনে ৫৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায় এবং এটি ৯০ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।
সোর্স : ক্লিক করুন

Related News
View More
১৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলছে Vivo V50 Lite 4G : থাকছে ৬,৫০০mAh ব্যাটারি ও ৯০W ফ্ল্যাশ চার্জারসহ অসাধারণ ফিচার
Vivo তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, ১৯ এপ্রিল Vivo V50 Lite 4G বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। যদিও এই ফোনটি ইতোমধ্যেই তুরস্কে গ্লোবালি উন্ম...

মাত্র ১০,৯৯৯ টাকা দামে ২০ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Xiaomi Redmi A5 স্মার্টফোন, রয়েছে 5,200mAh ব্যাটারি ও 6.88-ইঞ্চির ডিসপ্লে।
সম্প্রতি ২০ মার্চ ঢাকায় একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে Redmi A5 এবং Redmi Note 14 Pro লঞ্চ করেছে যেখানে কোম্পানিটি স্মার্টফোনের বাইরে তাদের কিছু গ্যাজেট...

বাংলাদেশের বাজারে লঞ্চ হল 50MP ক্যামেরা সহ Tecno Camon 40 এবং 40 Pro স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের Camon সিরিজের নতুন দুটি স্মার্টফোন, Tecno Camon 40 এবং Camon 40 Pro, লঞ্চ করেছে। ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন...

ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন