ঢাকায় ভেন্ডিং মেশিনে কেনাকাটা করা যাবে বিকাশ পেমেন্ট দিয়ে

Tuesday, January 04 2022
বিকাশ পেমেন্টে পন্য ক্রয় করা যাবে ভেন্ডিং মেশিন থেকে


ঢাকার ৬৪ টি পয়েন্টে বিকাশে পেমেন্ট করে ডিজিটাল ভেন্ডিং মেশিন স্ন্যাককিপার থেকে স্ন্যাক্স ও কোমল পানীয় কেনা যাবে ২৪ ঘন্টাই। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, মগবাজার, মহাখালী, আগারগাও, মিরপুর, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও বুয়েট সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত এসব ডিজিটাল ভেন্ডিং মেশিন।

কোন ব্যাক্তির সাহায্য ছাড়াই গ্রাহকরা এই ভেন্ডিং মেশিনে চিপস, চকলেট, বিস্কুট, কেক ও কোমল পানীয় কিনতে পারবেন যে কোন সময়। গ্রাহককে প্রথমে স্ক্রিন থেকে পছন্দের পণ্যটি সিলেক্ট করে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে স্ক্রীনে থাকা কিউআর কোড স্ক্যান করে টাকার অ্যামাউন্ট ও পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। গ্রাহক চাইলে ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট সম্পন্ন হলেই পণ্য হাতে পাবেন গ্রাহক।
share on