ডাক‌ঘর ডিজিটাল করার ডাক টেলিযোগাযোগমন্ত্রী'র

Monday, January 03 2022
ডিজিটাল বাংলাদেশে ডাকঘর হবে ডিজিটালঃ মোস্তফা জব্বার
ছরি: বাসস

ডিজিটাল ডাকঘর বিনির্মাণে ডাক কর্তৃপক্ষকে নিজ-নিজ সংস্থার কর্মচারি-কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে লক্ষ্য দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। নির্ধারিত সময়ের মধ্যে নূন্যতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সম্প্রতি জিপিও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মোস্তফা জব্বার। তিনি বলেন, ’ডাকঘর ডিজিটাল হলে সংশ্লিষ্ট খাতে দুর্নীতি হ্রাস পাবে।‘ স্বাধীনতা লাভের পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরে ও ডাক বিভাগের কর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ২০৩১ সালে দারিদ্রমূক্ত, ২০৩৬ সালে বিশ্বের ২৪ তম অর্থনৈতিক শক্তিশালী দেশ এবং '৪১ সালে উন্নত দেশে পরিনত হবে বাংলাদেশ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান ডাক বিভাগের দূর্নীতি নির্মূল করার অঙ্গিকার ব্যাক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন। বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন এ অনুষ্ঠানে।
share on