স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা
Sunday, December 05 2021Photo: The Verge
তথ্য ও বিনোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে এই মাধ্যমের প্রভাব নিয়ে গবেষণার ক্ষেত্র। প্রচলিত গণমাধ্যমে যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে তা অনুপস্থিত এই ক্রমবর্ধমান নতুন মাধ্যমে। আর এ কারণে অনেক সময়ে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
Ad
লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এর স্বাস্থ্য পলিসি গবেষক, মার্কো জেনন সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় টিকটক সম্পর্কে বলেন, তরুণ ও কিশোর কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এমন কিছু রয়েছে এ প্ল্যাটফর্মে। কারো ব্যক্তিগত গল্পও কখনো হয়ে উঠছে জনসাধারণের বিনোদনের বিষয়। আবার ধুম্রপান ও অ্যালকোহলের ব্যবহার দেখানো ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের দ্বারাই দেয়া হচ্ছে চিকিৎসা বিষয়ক পরামর্শ। রয়েছে কোভিড-১৯ নিয়ে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্য যা পক্ষান্তরে হতে পারে ক্ষতিকর। যদিও এর প্রভাব ঠিক কত দূর গড়াতে পারে তা এখনো উঠে আসেনি গবেষণায়। জেনন মনে করেন, ফেসবুক ইন্সটাগ্রাম নিয়ে এধরণের গবেষণা চললেও এখনো টিকটক নিয়ে গবেষণা আগায়নি তার কারণ সম্ভবত খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে এই সামাজিক মাধ্যমটি। কিন্তু বিশাল এই সামাজিক মাধ্যমটিতে যেসব ক্ষতিকর পন্যের প্রচার রয়েছে তা স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। আবার কোন প্রমাণসাপেক্ষ বিষয়বস্তু নিয়ে বিভ্রান্ত ধারণা পোষণও বন্ধ করা জরুরি।