যুগোপযোগী দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবেঃ জব্বার

Thursday, November 18 2021
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার


বর্তমান সময়ের তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গ্রামীণফোন আয়োজিত ‘জিপি এক্সপ্লোরারস’ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষার উন্নয়নে বিশ্ব অনুকরণীয়।

‘জিপি এক্সপ্লোরারস’ একটি বিশেষ ডিজিটাল স্কিলস একাডেমি যার লক্ষ্য ক্যারিয়ার ও প্রয়োজনীয় দক্ষতার মধ্যে ব্যবধান দূর করে শিক্ষার্থীদের সফট ও ডিজিটাল দক্ষতা বিকাশের মাধ্যমে প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষকরে তোলা। জিপি’র এবারের আয়োজনে ৬৪ টি বিশ্ববিদ্যালয়ের ষোলশ শিক্ষার্থী থেকে ৩৫৭ জনকে নির্বাচিত করা হয়, যাদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, উদ্যোক্তা মানসিকতা এবং ডিজিটাল দক্ষতার উপর আলোকপাত করা হয়।

টেলিযোগাযোগ মন্ত্রী উল্লেখ করেন, গ্রামীণফোনের ইন-হাউজ স্কিল অ্যাকাডেমি থেকে গ্রাজুয়েশন অর্জনকারীরা যেভাবে নিজেদের তৈরি করেতে পেরেছে তা জীবনের বড় ভিত্তি হিসেবে কাজ করবে। এ প্রশিক্ষণ চলমান প্রচলিত ধারা থেকে ব্যতিক্রম ধারায় যাওয়ার সুযোগ করে দিয়েছে।

share on