সাশ্রয়ী নকিয়া ফাইভজি ফোন এক্স১০০ আসছে

Friday, November 12 2021
বাজেট মূল্যের ফাইভজি ফোন নোকিয়া এক্স১০০
Photo: HMD Global


উৎসবের মৌসুমকে সামনে রেখে 'নকিয়া এক্স১০০ ফাইভজি' বাজারে আসছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

ইতিপূর্বে সুলভ মূল্যের নকিয়া ফোন হিসেবে বাজারে আসা জি৫০’র মতোই এক্স১০০ এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ফাইভজি প্রসেসর। বিনোদনের দিক দিয়ে যথেষ্ট অগ্রসর এক্স১০০ এ রয়েছে ১০৮০ পিক্সেলের ৬.৬৭ ইঞ্চি পুরো এইচডি ডিসপ্লে। যেখানে আসপেক্ট রেশিও রয়েছে ২০:৯ যা ফুল স্ক্রিন ভিডিও র জন্য ভালো। এর প্রসেসরকে সাপোর্ট দেয়ার জন্য রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড যা ১ টেরাবাইট পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ এর সাপোর্ট দেবে। সুলভ মূল্যের এক্স১০০ এ থাকছে ৪৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ এবং সামনে রয়েছে ১৬মেগাপিক্সেলের ক্যামেরা।

এক্স১০০ চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে এবং আপাতত এর আপডেট সম্পর্কিত কোন তথ্য দেয়া হয়নি। এর উচ্চ রেজ্যুলেশন ও ফাইভজি সংযোগের কারণে দেয়া হয়েছে ৪৪৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং লেনদেনের জন্য এনএফসি পদ্ধতি। ফোনটি ফাইভজি স্পিডের জন্য ব্যবহার করবে টি মোবাইলের ৬হার্জ ফাইভজি নেটওয়ার্ক।

share on