বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট

Tuesday, November 02 2021
অ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট
Photo: The Verge


আইফোনের প্রস্তুতকারক অ্যাপলকে পিছনে ফেলে সর্বোচ্চ বাজার মূলধন নিয়ে এবারে প্রযুক্তি খাতের শীর্ষে চলে এলো মাইক্রোসফট। সিএনবিসি’র সাম্প্রতিক তথ্য মতে, বর্তমানে অ্যাপলের বাজার মূলধন ২.৪৬ ট্রিলিয়ন ডলার হলেও, এই মূল্যমান অতিক্রম করে মাইক্রোসফটের মূলধন দাঁড়িয়েছে ২.৪৯ ট্রিলিয়ন ডলারে।

তবে অ্যাপলের শীর্ষস্থান ছিনিয়ে নেয়া মাইক্রোসফট এর জন্য এবারই প্রথম নয়। ২০১৮ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্মাতা এই প্রতিষ্ঠানটি অ্যাপলকে পিছনে ফেলে উঠে এসেছিল শীর্ষে, যার পুনরাবৃত্তি হয়েছিল গত বছরের জুলাই এ। আবার ২০১৬ সালে অ্যালফাবেট অর্জন করেছিল এই শীর্ষস্থান। তবে বরাবরই রেকর্ড সৃষ্টিকারী অ্যাপল হয়ত খুব শীঘ্রই ফিরে যেতে পারে পূর্বের অবস্থানে। কেননা মার্কিন কোম্পানি হিসেবে ২০১৮ সালে অ্যাপলই সর্বপ্রথম ১ ট্রিলিয়ন ডলার মূলধন অর্জনের সীমা স্পর্শ করতে পেরেছিল এবং পরবর্তীতে ঠিক দুই বছর পর ২ ট্রিলিয়ন ডলারের রেকর্ড সীমাও স্পর্শ করেছিলো অনায়াসেই।
share on