অপো’র ফটো ক্যাম্পেইনে আকর্ষনীয় পুরস্কার
Friday, October 22 2021শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো ছবি তোলার প্রতিভা বিকাশে আয়োজন করেছে ‘মাই বেষ্ট ক্লিক’ নামে ফটোগ্রাফি ক্যাম্পেইন এর । ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় ধারণ করতে আগ্রহী প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এই আয়োজন করা হয়েছে।
Ad
ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে রয়েছে অপো এনকো ডব্লিউ৫১, এনকো ডব্লিউ১১। ট্রাভেল অ্যান্ড নেচার, কালচার, পোর্ট্রেট এন্ড নাইট লাইফ এই চার ক্যাটাগরিতে ছবি তুলে শেয়ার দিতে হবে। এই থিমের উপর তোলা ছবিগুলো অপো বাংলাদেশের ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে #OPPOBANGLADESH ও #MybestClick ট্যাগ সহযোগে পোষ্ট করতে হবে। বাছাইকৃত সেরা ছবির জন্য বিজয়ীরা পুরস্কার পাবেন। এবং পর্যায়ক্রমে সেরা ছবিগুলো অপো বাংলাদেশের ইন্সটাগ্রামে ফটোগ্রাফারের নাম দিয়ে প্রকাশ করা হবে।