কালার ওএস১২ নিয়ে আসছে অপো
Thursday, October 14 2021অ্যান্ড্রয়েড ভিত্তিক নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওএস এর নতুন সংস্করণ নিয়ে এসেছে অপো। এতে পাওয়া যাবে নতুন ইউজার ইন্টারফেস সহ আরও সমৃদ্ধ ফিচার। এই অপারেটিং সিস্টেমে দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ফোনের গতি হ্রাস পাবে না এবং পূর্বের চেয়ে ২০ ভাগ কম ব্যাটারি এবং ৩০ ভাগ কম মেমোরি খরচ হবে।
Ad
কালার ওএস১২ এর আইকন অ্যানিমেশন ও তথ্য কাঠামো ভিন্ন ভিন্ন দেশ, ভাষা ও ফোন ফরম্যাটে ব্যবহার করা যায়। সর্বপরি কালার ওএস এ অ্যান্টি পিপিং ফিচার থাকায় এর নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রেও পাওয়া যাবে বাড়তি নিশ্চয়তা। এছাড়া রয়েছে প্রাইভেসি ড্যাশবোর্ড, লোকেশন শেয়ারিং, এআই পাওয়ার সেভিং মোড, কালার অ্যাক্সেসেবিলিটি, এআই সিস্টেম বুস্টার, কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন ৩.০, মাইক্রোফোন ও ক্যামেরা ইন্ডিকেটর।
যদিও অক্সিজেন ওএস এবং কালার ওএস এর সমন্বয়ে তৈরি কালার ওএস১২ প্রাথমিকভাবে অপো ফাইন্ড এক্স৩ তে পাওয়া যাবে। তবে খুব শীঘ্রই কালার ওএস১২ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে অপো’র।