রিয়েলমি স্মার্টফোনে আসছে অ্যান্ড্রয়েড ১২ আপডেট

Thursday, October 07 2021
ব্যবহারকারীদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ সরবরাহ করবে রিয়েলমি


ইতিমধ্যেই বাজারে এসেছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২। স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমটি আপডেট করার।

রিয়েলমি জিটি সহ অন্যান্য মডেলের স্মার্টফোনে পাওয়া যাবে এই আপডেট। খুব শীঘ্রই ব্যবহারকারীগণ
রিয়েলমি অফিসিয়াল কমিউনিটি তে লগইন করে আপডেটের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও অক্টোবরের ১৩ তারিখে অবমুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেস রিয়েলমি ইউআই৩.০। এতে পাওয়া যাবে আগের সংস্করণের চেয়ে আরও উন্নত কার্যকারিতা, ব্যবহারের মসৃণতা, পছন্দ অনুযায়ী পরিবর্তনের সুযোগ এবং নিরাপত্তা ও গোপনীয়তার নিশ্চয়তা। সম্পূর্ণ নতুন ইউআই ৩.০ হবে আগের ইউআই ২.০ এর চেয়ে সহজ এবং অধিক কার্যক্ষম। রিয়েলমি ইউআই ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি। বিভিন্ন ধরণের ফাইভজি ডিভাইস তৈরির পাশাপাশি আগামী তিন বছরে রিয়েলমি'র কর্মপরিকল্পনায় রয়েছে ১০০ মিলিয়ন ফাইভজি স্মার্টফোন গ্রাহকের হাতে পৌঁছে দেয়া।
share on