দেশে প্রথমবারের মত ভ্যাট প্রদান করল মাইক্রোসফট

Tuesday, September 21 2021
ভ্যাট প্রদান করল মাইক্রোসফট


অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে তিন কোটি তেইশ লাখ ছিয়াত্তর হাজার টাকা ভ্যাট প্রদান করল টেক জায়ান্ট মাইক্রোসফট । গত জুলাই মাসে ঢাকা দক্ষিণ কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নাম্বার (বিআইএন) নেয় প্রতিষ্ঠানটি। জুলাই ও আগষ্ট মাসে তাদের সেবা বিক্রির বিপরীতে সেপ্টেম্বর মাসে ভ্যাটের অর্থ সরকারী কোষাগারে জমা দেয় মাইক্রোসফট।

সাধারনত নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ন কবির জানান, মাইক্রোসফট ভ্যাট প্রদান করেছে এবং ভ্যাট রিটার্ন জমা দেয়ার জন্য তারা কিছুদিন সময় চেয়েছে। এই অর্থবছরে তথ্য প্রযুক্তি খাতের আরও তিন অনাবাসী প্রতিষ্ঠান ফেসবুক, অ্যামাজন ও গুগল ভ্যাট প্রদান শুরু করেছে। এই সবগুলো প্রতিষ্ঠানই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত হয়েছে।
share on