ইন্টারনেট গতিতে বিশ্বে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
Sunday, September 19 2021বিশ্বে গত এক বছরে মোবাইল ইন্টারনেট স্পিড ৫৯.৫ শতাংশ বৃদ্ধি পেলেও বাংলাদেশে এই বৃদ্ধির হার মাত্র ১৫.৩৮ শতাংশ। সম্প্রতি ওকলা গ্লোবাল ইনডেক্স-এ প্রকাশিত তথ্যে দেখা যায়, বৈশ্বিক গড় বৃদ্ধির তুলনায় বাংলাদেশের ইন্টারনেট স্পিডের বৃদ্ধি মাত্র এক চতুর্থাংশ।
Ad
গত জুলাই মাসে বিশ্বে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল গড়ে ৩৪.৫২ মেগাবাইট পার সেকেন্ড যা এবছর বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৫.০৭ মেগাবাইট পার সেকেন্ড। অপরদিকে বাংলাদেশে গত জুলাইয়ের ডাউনলোড স্পিড ছিল গড়ে ১০.৯২ মেগাবাইট পার সেকেন্ড যা এবছর বৃদ্ধি পেয়ে হয়েছে ১২.৬ মেগাবাইট পার সেকেন্ড। জুন মাস পর্যন্ত ওকলা স্পিড ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, ১৩৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫ তম এবং জুলাইয়ে এই একই অবস্থান এসেছে ১৩৯ টি দেশের মধ্যে।
তবে মোবাইল ইন্টারনেট সূচকে পিছিয়ে থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড রেটে সামনের দিকে রয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে বিশ্বে ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড গড়ে ৩১.৮৭ শতাংশ বৃদ্ধি পেলেও শুধু বাংলাদেশেই তা বৃদ্ধি পেয়েছে ৪২.৫৯ শতাংশ।