এশিয়ায় ফাইভজি ফোনের বাজারে শীর্ষে ভিভো
Monday, September 13 2021বছরের দ্বিতীয় প্রান্তিকে এশিয়ায় ফাইভজি ফোনের বাজারে শীর্ষে রয়েছে ভিভো। ষ্ট্র্যাটেজি অ্যানালিটিক্স এর তথ্য মতে, বিগত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে ভিভোর স্মার্টফোন বাজারজাতকরণে প্রবৃদ্ধি হয়েছে ২১৫ শতাংশ যা অন্যান্য স্মার্টফোন প্রতিষ্ঠানের তুলনায় বেশি।
Ad
বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমান ফাইভজি ব্র্যান্ডও ভিভো। গত বছর যেখানে স্মার্টফোনের বাজারের মাত্র ১৩ শতাংশ ছিল ভিভোর দখলে বর্তমানে তা দাঁড়িয়েছে ২০ শতাংশে। অর্থাৎ, বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো। ভিভোর পরবর্তী অবস্থানে রয়েছে শাওমি’র 'মি' ব্র্যান্ড যার দখলে রয়েছে বাজারের ১৯ শতাংশ। অপো, অ্যাপল এবং স্যামসাং এর অবস্থান রয়েছে এর পরে।
ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের(আইডিসি) পরিসংখ্যানে দেখা যায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের ফাইভজি ফোনের বাজারেও শীর্ষে রয়েছে ভিভো। বর্তমানে বিশ্বে ভিভো স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৪০ কোটির ও বেশি। এবং পঞ্চাশটিরও বেশি দেশে নিজেদের প্রযুক্তি সেবা পৌছে দিচ্ছে ভিভো।