ইন্টারনেট চার্জ ছাড়াই 'উপায়' ব্যাবহার করা যাবে রবি নেটওয়ার্কে
Monday, September 13 2021মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ ব্যবহার করতে রবি গ্রাহকদের লাগবে না কোন ইন্টারনেট চার্জ। এছাড়াও রবি- এয়ারটেল গ্রাহকরা উপায় অ্যাপে নিবন্ধন করে উপভোগ করতে পারেন ১ গিগাবাইট ইন্টারনেট বোনাস ও ৪৫০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার।
Ad
রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, দেশে ডিজিটাল জীবন যাত্রার রুপান্তরে উচ্চগতির ডাটা নেটওয়ার্ক স্থাপন থেকে শুরু করে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে রবি। ‘উপায়’ সেবার ব্যবহার বাড়ানোর মধ্যে দিয়ে ডিজিটাল অর্থনীতি কে প্রসারিত করার লক্ষ্যে তাদের এই সিদ্ধান্ত। সম্প্রতি রাজধানীর এক হোটেলে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘উপায়’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাইদুল এইচ খন্দকার এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।