আপেলের খোসা থেকে তৈরি ঘড়ির ব্যান্ড নিয়ে এলো স্যামসাং
Sunday, September 12 2021Image: Samsung
'গ্যালাক্সি ওয়াচ ৪' এর জন্য ছয় রকমের ওয়াচ ব্যান্ড নিয়ে এসেছে স্যামসাং। ফ্যাশন ডিজাইনার সামি মিরো’র নকশায় আপেলের খোসা ও অন্যান্য পরিবেশ বান্ধব পুনরায় ব্যবহারযোগ্য পদার্থ থেকে নতুন ধরণের এই ঘড়ির ব্যান্ড তৈরি করা হয়েছে ।
Ad
ছয়টি নকশার মধ্যে দুটি মিডনাইট ব্ল্যাক এবং স্টার্টাস স্কাই যা পুরোপুরি আপেলের খোসায় প্রস্তুতকৃত চামড়া থেকে তৈরি। এটি দেখতে পুরোপুরি উচ্চ মানের চামড়ার মত হলেও তা পশুর চামড়া নয়। আর বাকি চারটি নকশা অরোরা নাইট, ক্লাউড নেভি, আর্থ সানরাইজ এবং ডন অ্যাটলাস তৈরি হয়েছে পুনরায় ব্যবহারযোগ্য পদার্থ থার্মোপ্লাষ্টিক পলিইউরেথেন থেকে। ওয়াচ ব্যান্ডের সাথে ফ্রি তিনটি ওয়াচ ফেসের নকশাও এনেছে স্যামসাং যা ডাউনলোড করে নেয়া যাবে গুগল প্লে ষ্টোর থেকে।
আর ওয়াচ ব্যান্ডের প্যাকেজিং এর জন্য স্যামসাং ব্যবহার করেছে টেকসই পদার্থ। গত বছর থেকেই ইউএস এবং চায়ানায় প্রস্তুত পণ্যের ক্ষেত্রে শতভাগ নবায়ন যোগ্য উপকরণ ব্যবহার করে আসছে স্যামসাং। বর্তমানে দূষণ কমাতে পণ্য প্রস্তুতে ও মেরামতের ক্ষেত্রে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বৃদ্ধি করছে স্যমসাং।