গুগলের এই পিক্সেল ফোনে থাকবেনা চার্জার
Thursday, August 19 2021Image: Google
পিক্সেল ৫এ হতে যাচ্ছে চার্জার সহ গুগলের সর্বশেষ ফোন। এই সিরিজের পরবর্তী ফোনের সাথে আর ওয়াল চার্জার থাকবে না বলে জানিয়েছে গুগল। অর্থাৎ আসন্ন পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো তে থাকবে না কোন চার্জিং অ্যাডাপ্টর।
Ad
গুগলের দাবি, বেশির ভাগ মানুষের কাছেই ইউএসবি-সি চার্জিং অ্যাডাপ্টর রয়েছে। তাই আবারো এটি’র সংযোজন শুধু পরিবেশে বর্জ্যের পরিমান বৃদ্ধি করবে। ইতিপূর্বে অ্যাপল এবং স্যামসাং তাদের ফোন বক্সে চার্জার সংযুক্ত না করার প্রেক্ষিতে একই যুক্তি উপস্থাপন করেছিল। এবং প্রতিষ্ঠানগুলোর এই সিদ্ধান্তের পিছনে উৎপাদন খরচ কমিয়ে আনাটাও বেশ বড় কারন।
তবে একথা নিশ্চিত করেই বলা যায়, এই তিন বৃহৎ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানই তাদের ফোনে ভবিষ্যতে চার্জার সংযুক্ত করছে না। এবং এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানেরও সুযোগ রয়েছে এই একই পথে হাঁটার।