সোয়া দুই কোটি টাকা ভ্যাট পরিশোধ করলো ফেসবুক

Wednesday, August 18 2021
ঢাকা দক্ষিণ কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবির
ছবিঃ বাসস


বাংলাদেশে ব্যবসার বিপরীতে চলতি বছর জুলাই মাসে দুই কোটি সাতাশ লাখ টাকার মূল্য সংযোজন কর পরিশোধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ভ্যাট রিটার্ন দাখিল করে সরকারি কোষাগারে এই টাকা জমা করল বৈশ্বিক প্রতিষ্ঠানটি।

ঢাকা দক্ষিণ কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান ফেসবুক প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গত জুলাই মাসে ভ্যাট রিটার্ন দাখিল করেছে এবং দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকার ভ্যাট জমা দিয়েছে। ঢাকা দক্ষিণ কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, নিয়মিত কর প্রদানের মাধ্যমে সঠিক নিয়মনীতির প্রতিপালন করছে প্রতিষ্ঠানটি । প্রয়োজনে এখন সেখানে অডিট করা সম্ভব হবে। তিনি জানান, প্রতিমাসে কত টাকার সেবা বিক্রি হচ্ছে এবং যাবতীয় আয় ব্যায়ের তথ্য জানিয়ে নিয়মিত ভ্যাটের রিটার্ন জমা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক ছাড়াও বর্তমানে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ও অ্যামাজন বাংলাদেশে তাদের ব্যবসার বিপরীতে ভ্যাট পরিশোধ করছে ।
share on