রোবট তৈরী করবে অ্যালফাবেট'র নতুন শাখা ইনট্রিনজিক

Monday, July 26 2021
শিল্প রোবট নির্মাণের সফটওয়্যার বানাবে 'ইনট্রিনজিক'
Photo: The Verge


রোবটের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ও শিল্প খাতে এর বানিজ্যিক ব্যবহার সম্প্রসারণে সফটওয়্যার তৈরি করবে ‘ইনট্রিনজিক’। যন্ত্রমানব নির্মাণে নতুন উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে গুগল’র প্যারেন্ট অ্যালফাবেটের নতুন একটি শাখা হিসেবে যাত্রা শুরু করছে ‘ইনট্রিনজিক’।

প্রতিষ্ঠানটির সিইও ট্যান হোয়াইট বলেন, রোবটের শেখার, উপলব্ধি করার এবং সমন্বয় সাধনের ক্ষমতা তৈরির লক্ষ্যে তারা বিগত বছরগুলোতে কাজ করেছে। এবং রোবট নির্মাণে ব্যবহৃত কৌশলগুলোর সমন্বয়ে তৈরি নতুন সফটওয়্যার নিয়েই বর্তমানে পরীক্ষা চলছে। গুগল বহু আগে থেকেই সফটওয়্যারের পাশাপাশি গবেষণা চালাচ্ছে যাতে একটি রোবট সরাসরি কোন তত্ত্বাবধান ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে উৎপাদনের কাজটি সম্পন্ন করতে পারে। তবে এটি নিশ্চিত যে রোবটিক্স এর জগতে গুগলের এটিই প্রথম প্রচেষ্টা নয় । এর আগে ২০১২ সালেও ‘জেনারেল পারপাস লার্নিং রোবট’ তৈরির উদ্দেশ্যে ‘এভরিডে রোবট প্রজেক্ট’ ঘোষণা করা হয়েছিল। ২০১৩ সালে, গুগল মোটামুটি ছয় মাসের মধ্যে সাতটি রোবটিক্স প্রতিষ্ঠান কিনে নিয়েছিল। তার মধ্যে ছিল জাপানি দ্বীপদি রোবটের প্রতিষ্ঠান শ্যাফট, বট এ্যান্ড ডলি, বোষ্টন ডায়নামিক্স এর মত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। তাই বানিজ্যিকভাবে উঠে না আসলেও গুগলের ভাবনায় রোবটিক্স ছিল বহু আগে থেকেই।
share on