অফুরন্ত সময় আর থাকছে না গুগল মিট ফ্রি কলে
Friday, July 16 2021Image: Google
গ্রুপ কলের সময়মীমা সীমিত করার ঘোষণা দিলো গুগল মিট। মহামারী চলাকালীন মিটিং কিংবা অনলাইন পাঠদানের জন্য ব্যাপক ব্যবহৃত এ প্লাটফর্মটি এখন তার মুনাফা বৃদ্ধির দিকেই মনোনিবেশ করতে যাচ্ছে।
Ad
কোভিড১৯ চলাকালীন এই সময়ে গুগলের গ্রুপ মিটিং এর জন্য অবাধ সময়সীমা ছিল যথেষ্ট ফলপ্রসূ। জুমের সাথে টক্কর দিতেই গত বছর এপ্রিল থেকে সাধারন মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় গুগল মিট। জুম-এর ৪৫ মিনিটের সময়সীমার বিপরীতে মিট ব্যবহারে পাওয়া যেতো অফুরন্ত সময়। বলা হয়েছিল, ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা। যদিও পরবর্তীতে দুই ধাপে সময় বর্ধিত করে তা এবছরের জুন পর্যন্ত এ সুবিধা বিদ্যমান ছিলো। এই সুবিধা এখনো ওয়ান টু ওয়ান কলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও দীর্ঘ সময়ব্যাপী গ্রুপ কলের ক্ষেত্রে প্রতি মাসে ৭.৯৯ ডলার ও প্রিমিয়াম ফিচারের জন্য পরবর্তী জানুয়ারী থেকে ৯.৯৯ ডলার চার্জ প্রযোজ্য হবে।