‘বাংলালিংক ওমেনটর’র আবেদন প্রক্রিয়া শুরু হল
Friday, July 16 2021ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারীদের উন্নত কর্মজীবন তৈরিতে দ্বিতীয় বারের মত শুরু হল ওমেনটর প্রোগ্রাম। স্নাতক তৃতীয় বা চতুর্থ বর্ষের প্রকৌশল অধ্যয়নরত ছাত্রীরা jobs.lever.co/banglalink পেজটি ভিজিট করে ১৯ জুলাই ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন ‘বাংলালিংক ওমেনটর’ কর্মসূচিতে।
Ad
প্রাথমিকভাবে প্রার্থীদের সিভি যাচাই এর পর কয়েকটি স্ক্রিনিং রাউন্ডের মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। পরবর্তী পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের বাংলালিংকের অভিজ্ঞ নারী প্রকৌশলীদের দ্বারা চার মাস ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। বাছাইকৃত অংশগ্রহণকারীরা এর পাশাপাশি বাংলালিংক আয়োজিত লার্ন ফ্রম দ্যা স্টার্টআপ, ক্যাম্পাস টু কর্পোরেট ও অ্যাডভান্স ইন্টার্নশিপ প্রোগ্রামেও অংশগ্রহণের সুযোগ পাবেন।
ওমেনটর কর্মসূচি শেষে অংশ গ্রহণকারীদের দেয়া হবে সার্টিফিকেট অব কমপ্লিশন। বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ওমেনটরের প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের প্রেক্ষিতেই দ্বিতীয় পর্ব শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উদ্যোগ তাদের ভবিষ্যৎ সফল পেশাজীবি হয়ে দাঁড়াতে সাহায্য করবে।