চিপ সংকটেও মুনাফা বৃদ্ধি স্যামসাংয়ের

Saturday, July 10 2021
মুনাফায় উর্ধ্ব গতি স্যামসাংয়ের
Photo: Reuters


বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে ৫৩% পর্যন্ত মুনাফা বৃদ্ধি প্রত্যাশা করছে স্যামসাং। বিশ্বে চিপ সরবরাহের এই সংকটময় পরিস্থিতিতেও জুন পর্যন্ত এই মুনাফার অংকটি হতে পারে ১১ বিলিয়ন ডলার (৮ বিলিয়ন ইউরো)।

মুনাফার এই প্রাক্কলন যদি বাস্তবায়িত হয়, তবে ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত তা দ্বিতীয় প্রান্তিকের সর্বোচ্চ অর্জন হতে যাচ্ছে স্যামসাং এর জন্য। গত বছর মহামারীর প্রথম দিকে মোবাইল ও টিভি’র বাজারে যথেষ্ট মন্দা দেখা দেয়। পরবর্তীতে অনলাইন ভিত্তিক জীবনধারায়, মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স এর চাহিদা বেড়েছে ব্যাপক। মেমোরি চিপের যথেষ্ট চাহিদা থাকলেও উপকরণ স্বল্পতার চাহিদা অনুযায়ী তা সরবরাহ করা যায় নি। যে কারনে ডিভাইস বিক্রির ক্ষেত্রে ছিল যথেষ্ট ধীর গতি। তবে বিশ্লেষকদের ধারণার উর্ধ্বে যেয়ে টেক জায়ান্ট স্যামসাং ইন্ডাস্ট্রিতে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

স্যাম্যসাং এর সহ-প্রধান নির্বাহী ও মোবাইল বিভাগের চিফ কোহ ডং জিন বলেন, বিশ্বের আইটি খাতে চিপের সরবরাহ এবং চাহিদায় যথেষ্ট ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। তবে, ঘাটতি পূরনে বিদেশী অংশীদারদের সাথে নিয়ে কাজ করে চলছে তার প্রতিষ্ঠান।
share on