কোয়ালকমের আধিপত্য নিশ্চিত করতে চান নতুন সিইও

Thursday, July 08 2021
অ্যাপল কে ছাড়িয়ে যেতে চান ক্রিস্টিয়ানো অ্যামন
Image: Qualcomm


বছরের শুরুতে ক্রিস্টিয়ানো অ্যামন’র অধীনে ১.৪ বিলিয়ন ডলারের বিনিময়ে ‘নুভিয়া’ অধিগ্রহণ করেছে কোয়ালকম। অ্যাপল এ-সিরিজের চিপ নির্মাণে অন্তর্ভূক্ত ছিলেন এমন তিন সাবেক প্রকৌশলীর উদ্যোগে গড়ে উঠেছিল চিপ নির্মাতা প্রতিষ্ঠান নুভিয়া। এই তিন প্রতিষ্ঠাতা বর্তমানে কাজ করছেন কোয়ালকম চিপ ডিজাইনে। ল্যাপটপ প্রসেসরের বাজারে তাই অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন কোয়ালকমের নতুন সিইও ক্রিস্টিয়ানো অ্যামন।

নুভিয়া’র ডিজাইনে এআরএম ভিত্তিক ল্যাপটপ চিপ বাজারে আসছে আগামী বছরই। অ্যামন আশাবাদী, এবারে আরও উন্নত ল্যাপটপ অভিজ্ঞতা দেবে কোয়ালকমের ফাইভ জি চিপ সম্বলিত সিপিইউ। ইতিমধ্যে, উইন্ডোজ১১’র ইভেন্টে অভিষেক ঘটেছে ‘সারফেক্স প্রো এক্স’র যাতে মাইক্রোসফট ব্যবহার করেছে কোয়ালকমের উন্নত প্রসেসর। চিফ এক্সিকিউটিভ অ্যামন বিশ্বাস করেন, কোয়ালকম বিশ্বের সবচেয়ে উন্নত ল্যাপটপ প্রসেসর নির্মাণে সক্ষম যা ছাড়িয়ে যাবে অ্যাপলের এম১ কে।

তবে বর্তমানে কোয়ালকম চিপ সমৃদ্ধ উইন্ডোজ পিসি’র সংখ্যাটি খুব দীর্ঘ নয়। তাই, স্মার্টফোনের মত ল্যাপটপের বাজারেও প্রাধান্য বিস্তার কিংবা ইন্টেল বা এএমডি’র অবস্থান কে ছাড়িয়ে যেতে কোয়ালকম কে যথেষ্ট প্রতিদ্বন্দীতায় যেতে হবে। ইতিমধ্যেই হাইব্রিড প্রসেসরে উন্নত ব্যাটারি লাইফ নিশ্চিত করতে এক্স৮৬ আর্কিটেকচারে পরবর্তী প্রজন্মের অগ্রসর প্রসেসর নির্মাণ করছে শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল।
share on