ট্রিলিয়ন ডলার কোম্পানির তালিকায় ফেসবুক

Thursday, July 01 2021
ট্রিলিয়ন ডলার কোম্পানি ফেসবুক
Photo: The Verge


এক ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি তালিকায় এবারে উঠে এলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম। বলা হচ্ছে, ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুক তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর (গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ছাড়া)মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক অর্জনে সক্ষম হয়েছে।

সম্প্রতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ নিয়ে এন্টিট্রাস্ট মামলা করা হয়েছিলো ফেসবুকের বিরুদ্ধে। এছাড়া, এফটিসি কর্তৃক দায়েরকৃত মামলায় ফেসবুকের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের প্রমান হাজির করতে না পারায় তা খারিজ করে দেন মার্কিন বিচারক। এতে ফেসবুক শেয়ারের বাজার দরে আসে উর্ধ্বগতি। ইয়াহু ফাইন্যান্স এর তথ্য মতে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বাজার মূলধন দাড়িয়েছে ১.০০৮ ট্রিলিয়ন ডলারে।

বর্তমানে, ফেসবুকের তার নিজস্ব সাইট ছাড়াও উল্ল্যেখযোগ্য বিভাগগুলোর মধ্যে রয়েছে ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম এবং অক্যুলাস।
share on