অপো’র সাথে যুক্ত হচ্ছে ওয়ানপ্লাস
Saturday, June 19 2021Photo: The Verge
স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস যাত্রা শুরু করছে অপো’র সাথে, যদিও ওয়ানপ্লাসের নাম অপরিবর্তিত থাকবে। সিইও পিট লাও জানান, ওয়ানপ্লাস এর ভবিষ্যৎ কর্মকাণ্ড চলবে অপো ব্র্যান্ড এর সাথে এবং দুই ব্র্যান্ড একটি টিম হিসেবে কাজ করবে।
Ad
পিট লাও ও কার্ল পেই ২০১৩ সালে অপো থেকে বেরিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন ওয়ানপ্লাস। বর্তমানে উন্নত সফটওয়্যারের আদান প্রদানের মাধ্যমে অপো এবং ওয়ান প্লাস পুনরায় একত্রিত হতে যাচ্ছে। যদিও এর নিজস্ব বিক্রয় ব্যবস্থাপনা আলাদা-ই থাকছে। গত বছরে অপো এর চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে লাও কে নির্বাচিত করার মধ্যে দিয়ে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছিল অপো এবং ওয়ান প্লাস ফের একত্রিত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এ বছরের জানুয়ারিতে ব্র্যান্ড দুটির আরএন্ডডি বিভাগ একত্রিত হয়। সম্প্রতি ওয়ান প্লাস এর পক্ষ থেকে জানানো হয়, চায়নাতে তাদের ফোন সমূহের জন্য অপোর কালার অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হবে।