টিকটক, উইচ্যাটে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেন প্রশাসনের
Friday, June 11 2021Photo: The Verge
টিকটক এবং উইচ্যাট এর উপর থেকে ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার করে নতুন আদেশ জারি করলেন বাইডেন। আপাতত নিষিদ্ধ হওয়া থেকে রক্ষা পেলেও, তথ্য নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অ্যাপগুলো হুমকির কারন হতে পারে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
Ad
গত বছর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে টিকটক, উইচ্যাট এবং অ্যালি পে’র পরিচালনা কিছুদিন বন্ধ থাকে। পরবর্তীতে আদালতের আদেশে এ নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়। বর্তমানে হুমকির মুখে পড়তে পারে তৈরির উদ্যোগ নেন বাইডেন। এছাড়া, কমিটি অন ফরেন ইনভেষ্টমেন্ট ইন দ্যা ইউনাইটেড স্টেটস(সিএফআইইউএস) এর পক্ষ থেকে ইতিপূর্বে অ্যাপসগুলোকে এদের চীনা প্যারেন্ট থেকে সরে আসার জন্য কয়েক দফায় সময়সীমা নির্ধারন করলেও কার্যত কোন ফল পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র মনে করে, চীন এবং কিছু বৈরী রাষ্ট্র ডিজিটাল প্রযুক্তিকে নিজেদের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।