স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে আসবে এই ওয়ালটন স্মার্টফোন

Tuesday, June 08 2021
ওয়ালটনের নতুন গেইমিং স্মার্টফোন প্রিমো আরএক্স৮ মিনি


এবার শক্তিশালী স্ন্যাপড্রাগন সিস্টেম-অন-চিপের স্মার্টফোন নিয়ে আসছে দেশীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। অধিক র‍্যাম-রম, বড় ডিসপ্লে, ট্রিপল ব্যাক ক্যামেরা, দ্রুত চার্জিং সাপোর্ট সহ সকল সুবিধাই পাওয়া যাবে নতুন প্রিমো আরএক্স৮ মিনি মডেলটিতে।

পুরো এইচডি প্লাস ৬.৩ ইঞ্চি ডিসপ্লের প্রিমো আরএক্স৮ মিনিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন৬ সিরিজের প্রসেসর। এতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। ১৮ ওয়াটের ফার্ষ্ট চার্জিং এবং সিকিউরিটি স্লাইডার সুবিধাযুক্ত এই স্মার্টফোনটিতে আরও থাকছে সনি সেন্সরযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। ওয়ালটন মোবাইল ফোনের মার্কেটিং ইন-চার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর সর্বদাই উন্নত কর্মদক্ষতা প্রদর্শন করে, তাই এটি গেইমিং এর জন্য আদর্শ। সেই সাথে আধুনিক স্মার্টফোনে আগ্রহী ক্রেতাদের চাহিদা অনুযায়ী সকল বিষয় বিবেচনায় রেখেই নতুন মডেলটি প্রস্তুত করা হয়েছে।

প্রিমো আরএক্স৮ মিনি গেইমিং স্মার্টফোনটি বাজারে ১০,০০০-১২,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।
share on