হাইপার চার্জিং প্রযুক্তির সূচনা করছে শাওমি
Friday, June 04 2021শাওমির ২০০ ওয়াটের ওয়্যারড হাইপার চার্জিং প্রযুক্তিতে মাত্র আট মিনিটেই পুরো চার্জ হবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির স্মার্টফোন। পাশাপাশি ১২০ ওয়াটের ওয়্যারলেস দ্রুত চার্জিং প্রযুক্তিতে একই ব্যাটারি চার্জ হবে মাত্র ১৫ মিনিটে।
Ad
চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি সম্প্রতি ওয়্যারড এবং ওয়্যারলেস পদ্ধতিতে দ্রুত চার্জিং এর ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করে যেখানে, শাওমি মি১১ স্মার্টফোনকে ব্যবহার করা হয়েছে। এতে দেখানো হয়, ২০০ ওয়াটের ওয়্যারড চার্জিং প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনটি ৪৪ সেকেন্ডে চার্জ হয় ১০ শতাংশ, এবং ৮ মিনিটে চার্জ হয় পুরোপুরি। অন্যদিকে ১২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং পরিষেবায় স্মার্টফোনটি ৭ মিনিটে চার্জ হয় ৫০ শতাংশ, যেখানে সম্পূর্ণ চার্জ হয় মাত্র ১৫ মিনিটে।
যদিও শাওমির কোন কোন ফোনে এই সুবিধা পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি, ধারণা করা যাচ্ছে শাওমির মি১০ আলট্রা ও আসন্ন স্মার্টফোনগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া, মি প্যাড৫ ও মি প্যাড প্রো সহ আরও কিছু মডেলের উপর কাজ চলছে, যেখানে পাওয়া যেতে পারে এই দ্রুত চার্জিং পরিষেবা।