মোবাইলের পর এবার ল্যাপটপে এআরএম প্রসেসর নিয়ে আসছে কোয়ালকম
Saturday, May 29 2021Photo: The Verge
কোয়ালকমের অত্যাধুনিক চিপ ব্যবহার করা হবে এন্ট্রি লেভেল ল্যাপটপে। প্রাথমিক পর্যায়ের উইন্ডোজ পিসি এবং ক্রোমবুকে ব্যবহারের জন্য কোয়ালকম নিয়ে আসছে সেকেন্ড জেনারেশনের স্ন্যাপড্রাগন ৭সি প্রসেসর যা অত্যাধুনিক এআরএম প্রসেসরের উপর ভিত্তি করে তৈরি। ২.৫৫ গিগা হার্জ ক্লক স্পিডের এই প্রসেসরে থাকছে আভ্যন্তরীণ এলটিই মডেম যার মাধ্যমে ব্যবহার করা যাবে মোবাইল নেটওয়ার্ক। এবং সাথে পাওয়া যাবে দীর্ঘ ব্যাটারি লাইফের নিশ্চয়তা।
Ad
নতুন স্ন্যাপড্রাগন ৭সি জেন২ চিপ সম্বলিত ডিভাইস খুব শীঘ্রই আসছে বাজারে। এছাড়া, বেশ কিছু চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানও অধীক কর্মক্ষমতার এআরএম চিপ তৈরি করছে। ইতিপূর্বে, স্ন্যাপড্রাগন ৭সি প্রসেসর শুধু ক্রোমবুকে ব্যবহৃত হলেও সেকেন্ড জেনারেশনের স্ন্যাপড্রাগন ৭সি ডিভাইস প্রস্তুতকারক বিবিধ প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই লেনোভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের শেষ নাগাদ তাদের নতুন ডিভাইসে সেকেন্ড জেনারেশনের স্ন্যাপড্রাগন ৭সি চিপ ব্যবহার করা হবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭সি জেন২ স্বল্পমূল্যের এবং নন অ্যাপল ডিভাইসে এআরএম প্রসেসরের সুবিধা দেবে। ইতিপুর্বে, অ্যাপল কতৃক এআরএম ভিত্তিক এম১ চিপ তৈরি করা হলেও তা ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি, আইম্যাক ও আইপ্যাড প্রো এর মত ব্যয়বহুল ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছিল।