‘অনার’ স্মার্টফোনে ফিরে আসছে গুগল অ্যাপস

Thursday, May 27 2021
'অনার৫০' সিরিজে যুক্ত হচ্ছে গুগল অ্যাপস


গুগল অ্যাপস আবার ফিরে আসছে হুয়াওয়ে এক সময়ের 'সাব-ব্র্যান্ড' অনার স্মার্টফোনে। অনার জার্মানি’র পক্ষ থেকে বলা হয়, গুগলের অ্যাপস এবং সেবাসমূহ যুক্ত হচ্ছে নতুন অনার৫০ সিরিজে।

হুয়াওয়ে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন দ্বারা নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দেয় গুগল। চরম ব্যবসায়িক ক্ষতির মুখে সাব-ব্র্যান্ড ‘অনার’ কে একটি চীনা সহায়ক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে দিতে বাধ্য হয় হুয়াওয়ে। তবে এবারে স্বতন্ত্র ভাবে কোয়ালকম, ইন্টেল এবং আরও অন্যান্য টেক কোম্পানির সাথে অনারের সম্পর্ক পূনঃস্থাপন প্রক্রিয়ায় যোগ হচ্ছে গুগলও। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে অনার৫০ এবং স্ন্যপড্রাগন ৮৮৮ এর ফ্ল্যাগশিপে অনার ম্যাজিক সিরিজ দিয়ে ইউরোপ এবং এশিয়ার বাজারে একটি চমৎকার পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এক সময় স্মার্টফোনের বাজারে প্রায় শীর্ষ অবস্থানে থাকা এই প্রতিষ্ঠান কত তাড়াতাড়ি আগের অবস্থানে যেতে পারবে তা এখনি নিশ্চিত করে বলা যাবে না। তবে গুগলের সার্ভিস সমূহ যুক্তকরণ নিঃসন্দেহে অনার ব্র্যান্ডপ্রেমীদের জন্য একটি সুখবর।
share on