তথ্য-প্রযুক্তিতে দক্ষদের জন্য তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম

Monday, May 24 2021
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক


আইটি বিষয়ে দক্ষ প্রার্থী বাছাই করে ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার। প্রয়োজনে আইটি কোম্পানিগুলো দক্ষ জনশক্তি খুঁজে নিতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে। বিডিস্কিলস ডট গভ ডট বিডি নামের এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হবে ৩ জুন। প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবলের তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়ে বক্তব্য প্রদানকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্ল্যাটফর্মটিতে সারা দেশ থেকে চাকরি প্রত্যাশীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই প্ল্যাটফর্মটির উন্নয়ন করা হচ্ছে। যেখানে পিএইচ পি, লারাভেল, প্রোগ্রামিং, কোডিং এর মত আইটি বিষয়ে উত্তীর্ণ সার্টিফিকেটধারীদের সকল তথ্য থাকবে। চাকরির ক্ষেত্রে নিয়োগের আবেদন থেকে শুরু করে প্রার্থী বাছাই পর্যন্ত প্রতিটি ধাপ সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল । কিন্তু বিডি স্কিলস ডট গভ ডট বিডি প্ল্যাটফর্মটির মাধ্যমে আইটি ও সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান সহজেই যোগ্য প্রার্থী নিয়োগ দিতে পারবে।

প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় আয়োজনটিতে আরও বক্তব্য প্রদান করেন বিসিসির পরিচালক এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের অধ্যাপক ডঃ বিএম মঈনুল হোসেন, ব্রেইন ষ্টেশনের রাইসুল কবির প্রমুখ।
share on