ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা মাইক্রোসফটের
Sunday, May 23 2021Photo: GETTY IMAGES
১৯৯৫ এ যাত্রা শুরু করে ইন্টারনেট এক্সপ্লোরার। মাইক্রোসফট নির্মিত এই ব্রাউজার এক সময়ে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করলেও বর্তমানে তার অবস্থান শীর্ষস্থানের ধারেকাছেও নেই। মাইক্রোসফট এর পক্ষ থকে বলা হয়েছে, ১৫ জুন, ২০২২ এর পর আর চলবে না ইন্টারনেট এক্সপ্লোরার১১ ডেস্কটপ সংস্করণ।
Ad
উইন্ডোজ ১০ এ ইন্টারনেট এক্সপ্লোরার১১ এর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে মাইক্রোসফট এজ যেখানে বিল্ট ইন ইন্টারনেট এক্সপ্লোরার মোড থাকবে। অধিক নিরাপত্তার নিশ্চয়তা সহ দ্রুতগতির মাইক্রসফট এজ পুরনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলোর জন্য সামঞ্জস্যপূর্ন। এক্ষেত্রে ২০২৯ সাল পর্যন্ত এজ এর আইই মোডের মাধ্যমে সাপোর্ট দেবে মাইক্রোসফট। এছাড়া, উইন্ডোজ ১০ ভিত্তিক মেডিক্যাল সিষ্টেম, সিএটি স্ক্যান, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোলার বা এয়ার ট্রাফিক কন্ট্রোল ডিভাইস যা সহজে পরিবর্তনযোগ্য নয় সেক্ষেত্রে এর প্রভাব পরবে না।
একসময় ইন্টারনেট জগতের অবলম্বন এই ব্রাউজার এখন প্রায় অব্যবহার্য। ডেক্সটপ ব্রাউজারের জগতে মাত্র ৩.৮% শেয়ার নিয়ে টিকে রয়েছে এক্সপ্লোরার, যেখানে প্রায় ৭০% শেয়ার নিয়ে আধিপত্য করে চলেছে গুগোল ক্রোম।