তিনশ কোটি ছাড়ালো অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা
Friday, May 21 2021Photo: The Verge
সক্রিয় ডিভাইসের সংখ্যা তিন বিলিয়ন পার করল অ্যান্ড্রয়েড। এ বছর অনুষ্ঠিত হয়ে যাওয়া গুগল কনফারেন্সের লাইভ ষ্ট্রিমিংয়ে এই মাইলফলক অতিক্রমের ঘোষণা করেন গুগল প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভিপি সামীর সামাত।
Ad
ইতিপূর্বে, ২০১৭ সালে অনুষ্ঠিত সম্মেলনে দুই বিলিয়নের বেশি সক্রিয় ডিভাইসের ঘোষণা এসেছিল। অপরদিকে, আইফোনের ক্ষেত্রে এ সংখ্যাটি এক বিলিয়নের উপরে, যা বছরের শুরুতে ঘোষণা করা হয়েছে। পরিসংখ্যান অনুসারে, অ্যাপলের স্মার্টফোন এবং ট্যাবলেটের আধিপত্য শুধু ইউএস ও কিছু নির্দিষ্ট অঞ্চলে হওয়ায় ক্রমবর্ধনশীল বাজারে অ্যান্ড্রয়েডের অবস্থান যথেষ্ট দৃঢ়।
ঘোষিত এই অ্যান্ড্রয়েডের সংখ্যা গুগল প্লে ষ্টোর ভিত্তিক। সেক্ষেত্রে প্রকৃত সংখ্যাটি হবে আরও বেশি। চীনে উৎপাদিত ডিভাইস এবং অ্যামাজন ফায়ারের ডিভাইস যা অ্যান্ড্রয়েড ভিত্তিক হলেও গুগল প্লে স্টোর ব্যতীত ভিন্ন ষ্টোর ব্যবহার করে থাকে সে সংখ্যাটি এর অন্তর্ভুক্ত নয়।