১৫ মে’র পরে অ্যাকাউন্ট অকার্যকর করছে না হোয়াটসঅ্যাপ

Monday, May 10 2021
হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের নতুন শর্ত গ্রহণের সময়সীমা শিথিল


নতুন শর্ত না মানলেও ১৫মে’র পর ব্যবহারকারীদের সেবা বাতিল করছে না হোয়াটসঅ্যাপ। তবে শর্ত গ্রহণ করার জন্য তাদের রিমাইন্ডার পাঠানো অব্যাহত রয়েছে। এই আপডেটের ফলে ফেসবুক, ইন্সটাগ্রাম, ম্যাসেঞ্জারের সাথে ব্যবহারকারীদের কিছু তথ্য ব্যবসায়িক স্বার্থে শেয়ার করবে হোয়াটস অ্যাপ। তবে এতে কোন ব্যক্তিগত বার্তার তথ্য শেয়ার করা হবে না।

তাৎক্ষণিক ভাবে অ্যাকাউন্ট অকার্যকর না করলেও ধাপে ধাপে তাদের কার্যক্রম সীমাবদ্ধ করা হবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, এই আপডেটটি মূলত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে। তবে সমালোচকরা মনে করছেন, এতে করে ফেসবুকের সাথে আরও বৃহৎ পরিসরে তথ্য উন্মুক্ত হবে। ব্যবহারকারীর ভ্রান্ত ধারণা এড়াতে, তথ্যের নিরাপত্তা নীতির বিষয়ে প্রশ্নের সন্মুখিন ফেসবুকের পক্ষ থেকে বলা হয় শুধু বিজ্ঞাপনের সুবিধার্থে এই নতুন শর্ত আরোপ করা হয়েছে।
share on