দেশের বাজারে স্পার্ক৭ প্রো’র দুটি সংস্করণ
Sunday, May 02 2021২রা মে থেকে টেকনো রিটেইল শপে পাওয়া যাবে নতুন স্পার্ক৭ প্রো।
Ad
স্পার্ক৭ প্রো'র অন্যতম বৈশিষ্ট্য ৯০ হার্জ হাই রিফ্রেশ রেটের সাথে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট ইন ডিসপ্লে। এছাড়াও রয়েছে হাই ওএস ৭.৭ যা অ্যান্ড্রএড ১১ এর উপর নির্মিত। রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং দ্রুত চার্জিং সহায়ক ১০ ওয়াটের চার্জার। তিন ক্যামেরার এই ফোনে প্রাণবন্ত ছবির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ডেপথ সেন্সর, এআই লেন্স এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনের পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।
স্পার্ক৭ প্রো এর ৪ জিবি র্যাম ৬৪ জিবি রম এর ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৩,৪৯০ টাকায় এবং ৬ জিবি র্যাম ৬৪ জিবি রম এর ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৪,৯৯০ টাকায়। টেকনো’র নতুন এই সেটটি বাজারে ম্যাগনেট ব্লু, আল্পস ব্লু,এবং স্প্রুস গ্রীণ এই তিনটি রঙে পাওয়া যাবে।