ক্রেতাদের সাধ্যের মধ্যে মিলবে মটো জি২০

Thursday, April 29 2021
কম দামের আকর্ষণীয় স্মার্টফোন হিসেবে বাজারে এলো মটো জি২০
Photo: Motorola


বছরের শুরুতে বেশ কিছু বাজেট ফোন বাজারে আনার পর এবার মটোরোলা নিয়ে এলো আরও সাশ্রয়ী নতুন মটো জি২০। মাত্র ১৪৯ ইউরো’র (প্রায় ১৮০ ডলার) এই হ্যান্ডসেট টি আকৃষ্ট করবে বাজেট ফোনে আগ্রহী ক্রেতাদের। ধারণা করা যাচ্ছে, এলজি'র শুণ্যস্থান পূরণে একের পর এক সাশ্রয়ী মূল্যের ফোন নিয়ে আসছে মটোরোলা।

সাশ্রয়ী মূল্যের মটো জি২০’র ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ আছে ৪ টি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড্রএড ১১ অপারেটিং সিষ্টেমে পরিচালিত মটো জি২০ তে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭০০ প্রসেসর। রয়েছে ৪ জিবি র‍্যাম ও৬৪ জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। জানা গেছে, খুব শীঘ্রই মটোরোলার হাই-এন্ড ফোন আসছে ইউএস’র ক্রেতাদের জন্য।
share on