ব্যবহারকারীর উপর নজরদারি নিয়ন্ত্রণে নতুন ফিচার নিয়ে এলো অ্যাপল
Tuesday, April 27 2021Photo: The Verge
আইওএস ১৪.৫ এ যোগ হয়েছে অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার। ব্যবহারকারীর নিরাপত্তা এবং পছন্দকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আধুনিকীকরণ করা হয়েছে অ্যাপলের অপারেটিং সিস্টেম। এর ফলে কোন অ্যাপ যখন বিজ্ঞাপনের সুবিধার্থে ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করতে চায় সেক্ষেত্রে এই নতুন আপডেট একটি পপ-আপ দেখাবে। তাতে ব্যবহারকারী চাইলে বন্ধ করতে পারবে অ্যাপ ট্র্যাকিং। এতে করে ব্যাক্তিগত তথ্যের পাচার রোধ করা সম্ভব হবে। এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় ফেসবুকের বিজ্ঞাপন ব্যাবসা ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই, এ নিয়ে ফেসবুকের কাছে সমালোচনার মুখে পড়তে হয়েছে অ্যাপল কে। তবে নিরাপত্তার বিষয়ে অ্যাপল সর্বদাই আপোষহীন।
Ad
আপডেটেড আইওএস ১৪.৫ এ আরও থাকছে ফেস আইডি মাস্ক ফিচার, যাতে ফেস আইডি বা পাসওয়ার্ডের বিকল্প হবে অ্যাপল ওয়াচ। এছাড়াও আইওফোন১২ এর সব মডেলেই পাওয়া যাবে ফাইভ জি সংযোগ। পাশাপাশি সিরি অ্যাসিসট্যান্ট এর ডিফল্ট ভয়েসের পরিবর্তে সেট করা যাবে নিজের পছন্দ মত আওয়াজ। সেই সাথে নতুন প্লে ষ্টেশন৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস এর গেম নিয়ন্ত্রকের জন্যও আপডেট রয়েছে ১৪.৫ আইওএস এ।