আফ্রিকায় শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এখন টেকনো
Monday, April 26 2021আফ্রিকায় স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্যামসাং -কে টপকে গেলো টেকনো। ২০২০ সালের শেষার্ধে এসে বৈশ্বিক শীর্ষ ব্র্যান্ড স্যামসাং-কে ছাড়িয়ে যায় সাশ্রয়ী স্মার্টফোন নির্মাতা টেকনো।
Ad
কাউন্টারপয়েন্টের তথ্য মতে, ২০২০ সালে টেকনো’র স্মার্টফোন মার্কেট শেয়ার ১৭ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে, স্যামসাং এর মার্কেট শেয়ার এক বছরের ব্যবধানে ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে আসে। আফ্রিকায় স্মার্টফোনের বাজারে বেশ কিছু ব্র্যান্ডের উপস্থিতি থাকলেও টেকনো, স্যামসাং এবং আইটেলের মতো শীর্ষ ব্র্যান্ডের মধ্যে রয়েছে তুমুল প্রতিযোগিতা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মোট শিপমেন্ট ৬.৭ শতাংশ হ্রাস পেলেও শেষ প্রান্তিকে গিয়ে তা ১.৫ শতাংশ বৃদ্ধি পায়।
আফ্রিকায় স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধিতে অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে গেলেও বছরের প্রথমার্ধে রিটেইল এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ায় যথেষ্ট বিরূপ প্রভাব পড়েছিল। আর তাই শেষ প্রান্তিকে যেয়ে স্মার্টফোনের বাজার দখলের ব্যাপারটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ন।