স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট যুগের সূচনা করবে ‘স্টারলিঙ্ক’
Monday, April 19 2021image: Costfoto
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর এবছরই চালু হতে যাচ্ছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা 'স্টারলিঙ্ক'। এক টুইট বার্তায় এ তথ্য জানান মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। এ ব্যবস্থায় ব্রডব্যান্ড কেবল্ কিংবা মোবাইল টাওয়ার ছাড়াও কোন দুর্গম স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে।
Ad
মহাকাশে স্টারলিঙ্ক এর আরও কয়েক হাজার উপগ্রহ স্থাপনার কাজ শেষে এর নেটওয়ার্ক বিস্তৃত হবে পুরো পৃথিবীতে। পাশাপাশি ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)’র অনুমতি সাপেক্ষে চলমান যানবাহনের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহারের অনুমোদন মিলবে। ব্রডব্যান্ডের মনোপলি বাজারে স্টারলিঙ্ক এর গ্রাহক বৃদ্ধি কষ্টসাধ্য হলেও, দ্রুতগতির নিশ্চয়তায় তা অসম্ভব হবে না বলেই মনে করেন ইলন মাস্ক।
তবে এটা নিশ্চিত, স্টারলিঙ্ক ইন্টারনেট যুগের এক অনন্য পরিবর্তন আনতে যাচ্ছে। অ্যামাজন এবং ফেসবুকের এধরনের পরিকল্পনা থাকলেও, ষ্টারলিঙ্ক ই সর্বপ্রথম মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা দিচ্ছে পৃথিবীব্যাপি।