'ইয়াহু! অ্যান্সারস' বন্ধ হয়ে যাচ্ছে আগামী মাসে

Wednesday, April 07 2021 ২০০৫ সালে যাত্রা শুরু করে প্রশ্নোত্তরের প্লাটফর্ম 'ইয়াহু! অ্যান্সারস'। যে কোনো প্রশ্ন এ ফোরামে পোস্ট করলে তার যথাযথ উত্তর মিলতো অন্য সদস্যদের কাছ থেকে। তবে বর্তমানে কুয়োরা(Quora), রেডিট(reddit)-স‌হ অন্যান্য প্লাটফর্ম জনপ্রিয়তা লাভ করেছে মানসম্মত উত্তরের স‌হজলভ্যতার মাধ্যমে। আর ইয়াহু! তাই ইতি টানতে যাচ্ছে এক সময়ের এই জনপ্রিয় ফোরামের। আগামী ৪ঠা মে বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু! অ্যান্সারস।

'ইয়াহু! অ্যান্সারস' বন্ধ হয়ে যাচ্ছে আগামী মাসে


এককালের শীর্ষ সার্চ ইঞ্জিন ইয়াহু! পরবর্তীতে মনোনিবেশ করে অন্যান্য ব্যবসায়ে। ২০১৭ সালে টেলিকম জায়ান্ট ভেরাইজন মাত্র পাঁচ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে ইয়াহুকে। পরবর্তীতে ব্যয় সংকোচনের নীতিতে বেশ কিছু সেবাকে বন্ধ করে দেয় কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় বন্ধ হতে যাচ্ছে এক সময়ের 'ইন্টারনেট স্কেল' ফোরামটি। তবে ব্যব‌হারকারীরা চাইলে ৩০শে জুন পর্যন্ত তাদের ডেটা ডাউনলোড করে নিতে পারবেন।
share on