দেশেই তৈরি হচ্ছে ফোরজি সহ সব ধরনের মোবাইল সেট

Wednesday, March 31 2021
ভার্চুয়াল সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার



স্যামসাং সহ ১৪টি প্রতিষ্ঠান সব ধরনের মোবাইল সেট উৎপাদন করছে দেশেই। ফোরজি সেটও তৈরি হচ্ছে এসব কারখানায়। সরকারের প্রযুক্তি বান্ধব নীতির ফলেই এমনটা সম্ভব হয়েছে, বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ’র ‘রাউন্ডটেবিল অন বাংলাদেশ এচিভিং মোবাইল-এনাবল্ড ডিজিটাল ইনক্লুশন’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৮ সালে ফোরজি চালু হবার পর আমরা প্রকৃত মোবাইল ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি। পরবর্তী বছরগুলোতে অপারেটররাও সারা দেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। ভবিষ্যতে এই ব্যবহারের পরিধি আরও বাড়াতে সরকার সকল উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন।

ভার্চুয়াল এ সভায় মন্ত্রী আরও বলেন, ফোরজি ইন্টারনেট সুবিধায় শতকরা ৭০ ভাগ করোনা রোগী ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে চিকিৎসা নিয়েছে। এছাড়াও, দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য ডিজিটাল চিকিৎসা সেবা ও শিক্ষা নিশ্চিত করতে তাদের ৪জি নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়।

share on