দক্ষিণ কোরিয়ায় মিলিয়ন ছাড়ালো গ্যালাক্সি এস২১’র বিক্রয় সংখ্যা
Tuesday, March 30 2021নিজ দেশে লক্ষ্যমাত্রা ১মিলিয়ন ইউনিট অতিক্রম করে বিক্রয়ের শীর্ষে এখন গ্যালাক্সি এস২১ সিরিজ। বিশ্বের প্রভাবশালী স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিকস ২৯ জানুয়ারি অবমুক্ত করে গ্যালাক্সি এস২১ সিরিজটি। এরপর মাত্র ৫৭ দিনের মাথায় এই অর্জন, যা ছাড়িয়ে গেছে এর পূর্বের সিরিজটিকে।
Ad
যদিও স্যামসাং এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি অবমুক্ত করা হয়। তবে এস২১ সিরিজটি জানুয়ারিতেই তুলনামূলক স্বল্পমূল্যে বাজারে এসেছে। গ্যালাক্সি এস২১ এর দাম নির্ধারন করা হয়েছে ৯,৯৯,৯০০ ওন (৮৮০ ডলার)। যা গত বছর অবমুক্ত হওয়া এস২০ সিরিজের চেয়ে কম মূল্যে বাজারে এসেছে। অল্প সময়ের মধ্যে বিক্রয়ের শীর্ষে পৌছানোর এটি অন্যতম কারন বলে মনে করা হচ্ছে। তবে ২০১৯ সালে অবমুক্ত হওয়া এস১০ সিরিজ মাত্র ৪৭ দিনের মাথায় এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছিল।
গ্যালাক্সি এস২১ সিরিজের বিক্রয় সংখ্যায় কেবল এস২১ ডিভাইসটির বিক্রয়-ই ৫২%। এছাড়া, এস২১ আল্ট্রা ২৭% এবং এস২১ প্লাস ২১% বিক্রয় হয়েছে। এই সংখ্যা নিজ দেশে কোম্পানীর মোট বিক্রয়ের ২০ শতাংশ যার মধ্যে ৬০ শতাংশ বিক্রয়ই হয়েছে অনলাইনে।