স্বল্পমূল্যের ওয়ান প্লাস ৯আর আসছে ভারতের বাজারে
Saturday, March 27 2021আগামী ১৬ এপ্রিল থেকে ভারতের বাজারে আসছে ওয়ান প্লাস এর নতুন বাজেট ফোন ৯আর।
Ad
ওয়ান প্লাস এর সাশ্রয়ী ৯আর মডেলটির ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরায় ব্যাবহার করা হয়েছে অপ্টিকাল ইমেজ ষ্ট্যবিলাইজেশন ফিচার। ফোকাস নির্ধারক সেন্সর থাকায় কম আলোতেও পাওয়া যাবে ভাল মানের ছবি। ৯আর এর অন্য ক্যামেরাগুলোর মধ্যে রয়েছ ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। এর ৬.৫৫ ইঞ্চির বিশাল পর্দায় রয়েছে ১০৮০ পিএক্সেল ওএলইডি সাথে ১২০ হার্টজ এর রিফ্রেশ রেট। স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের এই মডেলটি পাওয়া যাবে ৮ গিগাবাইট ও ১২ গিগাবাইট র্যাম সংস্করণে। ৬৫ ওয়াটের ফার্ষ্ট চার্জার থাকায় ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মাত্র ৪০ মিনিটেই হবে পুরো চার্জ। সেই সাথে ৫জি প্রযুক্তি তো থাকছেই।
৮ গিগাবাইট র্যাম সংস্করণটি পাওয়া যাবে ৩৯,৯৯৯ রুপিতে এবং ১২৮ গিগাবাইট র্যাম পাওয়া যাবে ৪৩,৯৯৯ রুপিতে। বর্তমানে শুধু ভারতেই মডেলটি অবমুক্ত হলেও পরবর্তীতে ইউরোপ এবং নর্থ আমেরিকার বাজারেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।