ইন্সটাগ্রাম লাইট ব্যবহার করা যাবে বাংলাদেশে
Sunday, March 14 2021মাত্র ২ মেগাবাইটের ইন্সটাগ্রাম লাইট, যা ব্যবহার করা যাবে সব ধরনের প্ল্যাটফর্ম থেকেই। এই ভার্সনে ডেটা অনেক কম ব্যবহার হয়। অ্যান্ড্রএড প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে এই অ্যাপ।
Ad
এ প্রসংগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফেসবুক পরিচালক জোরডি ফরনিস বলেন, বাংলাদেশে ইন্সটাগ্রাম লাইট আনতে পেরে আমরা আনন্দিত। ইন্সটাগ্রামের মূল অ্যাপটি প্রায় ৩০ মেগাবাইটের, ব্লকস প্রযুক্তিতে তৈরি করা এই অ্যাপটির লাইট ভার্সন এখন মাত্র ২ মেগাবাইটের। এতে সবাই ইন্সটাগ্রামের মূল ফিচারগুলো উপভোগ করতে পারবে, যে ডিভাইস বা নেটওয়ার্কই তারা ব্যবহার করুক না কেন। বিশ্বের ১৭০ টি দেশে পাওয়া যাবে এই অ্যাপ।
কাছের মানুষদের সাথে যোগাযোগের সুযোগ করে দেয় ইন্সটাগ্রাম । এখানে ছবি ও অন্যান্য কন্টেন্ট যেমন শেয়ার করা যায়, সেই সাথে অন্যরা যা শেয়ার করছে তাও দেখা যায়। অপব্যবহার, নিপীড়ন, সহিংসতা এসব ব্যাপারে ফেসবুক কোম্পানীর যা নীতিমালা তা ইন্সটাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য।