অধিক কার্যক্ষমতার রিয়েলমি জিটি অবমুক্ত

Wednesday, March 10 2021
হাই পারফরমেন্স 'রিয়েলমি জিটি' উন্মোচিত হল।
image: realme


রিয়েলমি ফ্ল্যাগশিপ সিরিজে যোগ হল অধিক কর্মক্ষমতার ’রিয়েলমি জিটি’। স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের এই স্মার্টফোন হাই পারফরমেন্সের পাশাপাশি টেকসই এবং দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে।

গত ৪ মার্চ বৈশ্বিকভাবে এই স্মার্টফোন টি উন্মোচন করলো রিয়েলমি। জেন-জেড প্রজন্মের তরুন ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি আনতে যাচ্ছে রিয়েলমি। এর আগে ডিভাইসটির কোডনেম ছিল রেস। পরবর্তিতে হাই পারফরমেন্স ‘জিটি’ স্পোর্টস কারগুলোর নামানুসারে এই সিরিজের নাম দেয়া হয় জিটি। যাতে গ্রাহক খুব সহজেই রিয়েলমি জিটি’র কর্মক্ষমতা সম্পর্কে ধারণা পেতে পারে।

রিয়েলমির পূর্বের তিনটি সিরিজ সি, নাম্বার এবং এক্স সিরিজের সাথে এবার যোগ হলো জিটি। দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এখন পর্যন্ত পঞ্চাশটির ও বেশি এআইওটি পণ্য বাজারে এনেছে। কাউন্টারপয়েন্টের সমীক্ষায় বাংলাদেশের শীর্ষ ৪ মোবাইল ব্র্যান্ডের একটি তে পরিণত হয়েছে রিয়েলমি। আশা করা যাচ্ছে, এই বছর স্মার্টফোন ’জিটি‘র’ পারফরমেন্স রিয়েলমি কে নতুন এক মাত্রায় নিয়ে যাবে।
share on