স্পার্ক সিক্স গো নিয়ে এলো টেকনো

Sunday, March 07 2021
সাধ্যের মধ্যে সেরা ফোন- টেকনো স্পার্ক সিক্স গো


দেশের বাজারে দুটি ভিন্ন সংস্করণে স্পার্ক সিক্স গো নিয়ে এলো টেকনো।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির টেকনো স্পার্ক সিক্স গো, যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং প্রযুক্তি, যাতে ৪০ ঘণ্টার মত স্ট্যান্ড-বাই টাইম পাওয়া যাবে। রয়েছে ৬.৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লে। এর রেজুলেশন ৭২০*১৬০০ এবং অনুপাত ২০:৯, যা ব্যাবহারকারিকে দেবে দারুন ছবির অভিজ্ঞতা। অক্টাকোর প্রসেসরের এই ফোনে ৬৪ জিবি ষ্টোরেজ ছবি এবং অ্যাপ রাখার ক্ষেত্রে দেবে বেশী সাচ্ছ্যন্দ। সাথে আছে ১৩ মেগাপিক্সেলের আপগ্রেডেড এআই ডুয়েল ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। ফলে রাতের বেলায়ও তোলা যাবে অসাধারণ সব ছবি।

টেকনো স্পার্ক সিক্স গো এর দুটি নতুন সংস্করণ পাওয়া যাবে অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট এই দুটি রঙে। এছাড়া, প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয় মিড রেঞ্জের ফোনের পাশাপাশি আরও উন্নত মানের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসার ব্যাপারেও কাজ করে যাচ্ছে তারা। ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ষ্টোরেজ সংস্করণটির দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র‍্যামের ৬৪ জিবি ষ্টোরেজ সংস্করণটির দাম ১০,৯৯০ টাকা।
share on