পুনরায় বিক্রয়কেন্দ্র খুলে দিচ্ছে অ্যাপল
Wednesday, March 03 2021Photo: DANIEL SLIM
যুক্তরাষ্ট্রে অবস্থিত অ্যাপল এর ২৭০ টি বিক্রয়কেন্দ্র পুনরায় খুলে দেয়া হয়েছে। গত ১মার্চ টেক্সাসে তাদের শেষ বিক্রয়কেন্দ্রটিও খুলে গেছে বলে অ্যাপল এর তরফ থকে নিশ্চিত করা হয়। করোনা মহামারীর কারনে গত বছর ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল অ্যাপল।
Ad
তবে বিক্রয়কেন্দ্রগুলো পুনরায় খোলা হয়েছে কিছুটা সীমিত আকারে, অনলাইন এবং ইন-ষ্টোর দু’ভাবেই এখন তাদের কেনাকাটা চালু থাকবে। আপাতত স্থানীয় স্বাস্থ্যবিধির কারনে কয়েকটি স্থানে বিক্রয়কেন্দ্র সাময়িক বন্ধ রাখলেও, ইন-ষ্টোর শপিং এর সুরক্ষা বিধি মেনে সেগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত বছর এই সময়ে অ্যাপল এর সিইও টিম কুক মেইনল্যান্ড চায়নার বাইরে তাদের সবগুলো বিক্রয়কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেন। এর পরপরই কোভিড ১৯ সারা বিশ্বে নিয়ন্ত্রনহীন ভাবে ছড়িয়ে পড়ে। তাই ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের বিক্রয়কেন্দ্রগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর পরে কয়েক দফায় কিছু দোকান খুলেও আবার তা বন্ধ করে দেয়া হয়।