বিনা খরচে পাঁচটি নম্বরে টাকা পাঠানো যাবে বিকাশে

Tuesday, March 02 2021
বিকাশে এখন সেন্ড মানি করা যাবে বিনা খরচে।


দেশের বৃহত্তম ডিজিটাল আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান বিকাশ এখন কোন খরচ ছাড়াই টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে গ্রাহকদের। এই সুবিধার আওতায় একজন গ্রাহক প্রতি মাসে ৫টি বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট 'প্রিয়' হিসেবে সংযোজন করতে পারবেন। মাস শেষে আবার তা পরিবর্তনও করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কোন খরচ ছাড়াই 'সেন্ড মানি' করার সুযোগ পাবেন বিকাশের ৫ কোটি গ্রাহক।

বিকাশের প্রায় ৯০ শতাংশ গ্রাহকই মাসে সর্বোচ্চ ৫টি নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করে থাকেন। এমএফএস লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে আসে। তাই বিকাশের এই নতুন অফারে বেশিরভাগ গ্রাহক প্রিয়জনকে টাকা পাঠাতে পারবেন কোন খরচ ছাড়াই। ‘বিকাশ করা’র সুবিধাটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরও সহজ করতে এই নতুন উদ্যোগ নিয়েছে বিকাশ।

২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি সেন্ড মানি তে ৫ টাকা ৫০ হাজারের বেশি হলে প্রতি সেন্ড মানি তে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
share on