ভিভো বাংলাদেশের প্ল্যান্ট পরিদর্শনে সন্তোষ প্রকাশ বিটিআরসি'র

Saturday, February 20 2021 সম্প্রতি ভিভো বাংলাদেশের উৎপাদন কারখানা পরিদর্শন করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন( বিটিআরসি)। বিটিআরসি'র স্পেকট্রাম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলমের নেতৃ্ত্বাধীন পরিদর্শক দলটি প্ল্যান্টটির আধুনিক প্রযুক্তির ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন। ভিভো বাংলাদেশের পণ্য পরিচালক ডেভিড এ সময় তাদের উৎপাদনের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করেন।

ভিভো বাংলাদেশের প্ল্যান্ট পরিদর্শনে সন্তোষ প্রকাশ বিটিআরসি'র
image credit: UNB


পরিদর্শন শেষে শহিদুল আলম জানান, ভিভো বাংলাদেশর পরিবেশগত এবং নিরাপত্তার দিক সন্তোষজনক। এছাড়া তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকটি ও তিনি তুলে ধরেন। পরিশেষে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এই পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্পেকট্রাম ডিভিশন এর ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজ বিন খালেদ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহাদাত হোসেন সহ আরও অন্যরা।

উল্লেখ্য, ২০১৯ সালে নারায়ণগঞ্জে ভিভো বাংলাদেশ তাদের উৎপাদন কেন্দ্রটি স্থাপন করে যার বেশিরভাগ কর্মকর্তাই বাংলাদেশি। এই প্ল্যান্টে বছরে প্রায় ২০ লাখ ফোন উৎপন্ন হয়।
share on