রিয়ার-ডিসপ্লে নিয়ে আসবে মি ১১ আল্ট্রা?
Saturday, February 13 2021 সম্প্রতি ফিলিপাইনের এক ব্লগারের এক ইউটিউব পোস্টে শাওমি মি ১১ আল্ট্রা ডিভাইসের প্রোটোটাইপ হিসেবে প্রদর্শন করা হয়েছে এক অভাবনীয় ডিজাইনের ফোন। বৃহৎ আকৃতির ক্যামেরার সাথে রয়েছে ১ ইঞ্চি পর্দা। ফোনের পৃষ্ঠদেশে এই ক্যামেরার উপস্থিতির চেয়ে এর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে পারে। মূলত সেল্ফি তুলতে মূল ক্যামেরা ব্যাবহারে সহায়তা করবে এই ক্ষুদ্র আকৃতির ডিসপ্লে।credit: Tech Buff PH
Ad
উল্লেখ্য, ২০২০ সালের শেষার্ধে শাওমি ঘোষণা করে মি ১১ -এর। সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮৮৮ ও ফাইভজি কানেক্টিভিটি নিয়ে আসবে স্মার্টফোনটি। কাজেই এই ফোনের পরবর্তীতে একটি 'আল্ট্রা' সংস্করণের রটনা শাওমির রীতি অনুসারে বাজারে আসতেই পারে। এখন পর্যন্ত মি ১১ আল্ট্রা সম্পর্কে যা জানা যায় তা হলো:
- ৬.৮ইঞ্চি বাঁকানো ওএলইডি ডিসপ্লে
- ৬৭ ওয়াট ফাস্ট চার্জ
- ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী
- পানি নিরোধক আইপি৬৮